• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

বার্সেলোনায় মেসির বাড়িতে ‘হামলা’ করেছে চোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০৫:২৮ পিএম
বার্সেলোনায় মেসির বাড়িতে ‘হামলা’ করেছে চোর

আর্জেন্টাইন জায়ান্ট লিওনেল মেসির সঙ্গে পিএসজি ক্লাবের চুক্তির বিষয়ে এখনো সুরাহা হয়নি। এদিকে, বার্সেলোনাও তাদের ক্লাবে আবার ফেরাতে চাচ্ছে মেসিকে। এমন দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে ফুটবলারের বার্সেলোনার বাড়িতে চুরি করার চেষ্টা করেছিল কতিপয় লোক।

স্পেনের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হুডি পরা দুই ব্যক্তি বার্সেলোনার লিওনেল মেসির ভিলার বাগানে প্রবেশ করে। বাইরের বেড়া দিয়ে ঝাঁপিয়ে পড়ে বারান্দা ও গ্যারেজের দরজা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয় এবং ঘরে পৌঁছানোর আগেই চলে যায়।

টেলিভিশন স্টেশন অ্যান্টেনা ৩ একটি ছবি প্রকাশ করেছে যাতে দুই ব্যক্তিকে আর্জেন্টিনায় মেসির বাড়িতে ঢোকার চেষ্টা করতে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ফুটেজটি বৃহস্পতিবার সকালের।

কাস্তেলদেফেস অঞ্চলে মেসির বাসা। বার্সার মাঠ ক্যাম্প ন্যু থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। ২০১৩ সালে ২১ লাখ ডলারে বাড়িটি কেনেন মেসি। কেনার পর সেখানে আরও ৭০ লাখ ডলার খরচ করেছিলেন এই বিশ্বসেরা তারকা।

Link copied!