• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ

ডাচদের কাছে অল্প রানেই আটকে গেল আমিরাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৩:৪০ পিএম
ডাচদের কাছে অল্প রানেই আটকে গেল আমিরাত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। প্রাথমিক পর্বের গ্রুপ ‘এ’র এই ম্যাচে রোববার (১৬ অক্টোবর) টস জিতে আমিরাত প্রথমে ব্যাটিং করেছে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান তুলেছে আমিরাত।

ইনিংসের শুরুতে বেশ ভালো খেলার ইঙ্গিত দেয় আমিরাত। দুই ওপেনার চিরাগ সুরি ও মোহাম্মদ ওয়াসিম দারুণ শুরু করেন। তবে দলের ৩৩ রানে সুরি ১২ রানে ফিরে যান। ওয়াসিম কাসিফ দাউদকে সাথে নিয়ে ইনিংস লম্বা করার চেষ্টা করেন। তবে দলের ৫৯ রানে দাউদ ১৫ রানে আউট হন। ওয়াসিম এবার জুটি বাধেন ভিরিটয়া অরবিন্দের সাথে। দলের রান ৯১ হওয়ার পর ওয়াসিমকে আউট করেন ফ্রেড ক্লাসেন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ৪১ রান।

অরবিন্দের ২১ বলে ১৮ রান ছাড়া বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল চলে। শেষদিকের ব্যাটারদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাদের ব্যাটিং ব্যর্থতায় আমিরাতের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১১ রানে।  
 

Link copied!