• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

ফাইনাল নিয়ে সিলেটজুড়ে উদ্দীপনা, মাঠে দর্শকদের ঢল


পার্থ প্রতীম রায়
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০২:৩৯ পিএম
ফাইনাল নিয়ে সিলেটজুড়ে উদ্দীপনা, মাঠে দর্শকদের ঢল

সিলেট থেকে :নারী এশিয়া কাপের অষ্টম আসর বসেছে সিলেটে। পুরা টুর্নামেন্টে দর্শকখরা দেখা গেলেও ফাইনাল যেন এর ব্যতিক্রম। টুর্নামেন্টের ফাইনালজুড়ে দর্শকদের মধ্যে কাজ করছে উত্তেজনা। ফাইনাল দেখতে মাঠে প্রবেশমুখে নেমেছে দর্শকদের ঢল।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এশিয়া কাপের প্রথম সেমি-ফাইনালে হাতেগোনা কয়েকজন দর্শক উপস্থিত ছিলেন। দ্বিতীয় সেমি-ফাইনালে পূর্ব গ্যালারির উপরের অংশে ছিল দর্শকদের ভিড়।

ফাইনালে অবশ্য দর্শকদের সেই ভিড়কেও হার মানিয়েছে। শ্রীলঙ্কা ও ভারতের মেয়েদের মধ্যকার ফাইনালে মাঠে হাজির হয়েছেন অন্ততপক্ষে দুই-তিন হাজার দর্শক। প্রতি বলেই হর্ষধ্বনিতে ক্রিকেটারদের সমর্থন জোগাতে দেখা গেছে।

সিলেটের গ্যালারিতে দেখা শ্রীলঙ্কার সমর্থনে কোনো পতাকা দেখা না গেলেও ভারতের সমর্থনে দেখা গেছে পতাকা। এক দর্শক ভারতকে সমর্থন দিতে নিয়ে এসেছেন আয়ারল্যান্ডের পতাকা।

মূলত ভারত ও আয়ারল্যান্ডের পতাকার রঙে মিল থাকায় ওই পতাকা নিয়ে এসেছেন ওই দর্শক। ভারতের পতাকার সাদৃশ্য আনতে পতাকাটিকে উল্টো করে উড়িয়েছেন সেই দর্শক। শুধু কি তাই, সিলেট মাঠে দেখা মিলেছে জার্মানির পতাকার। এশিয়া কাপে জার্মানির অস্তিত্ব না থাকলেও পতাকা আনতে অবশ্য দ্বিধা করেননি ওই দর্শক।

দর্শকদের এই উত্তেজনার দিনে অবশ্য লঙ্কান ক্রিকেটারদের পারফর্মেন্স হতশ্রী। তাদের সেই হতশ্রী পারফর্মেন্সের সুবাদে এক পেশে লড়াইয়েই শেষ হবে ফাইনাল। উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত টান টান উত্তেজনার ম্যাচ উপভোগ না করেই ঘরে ফিরতে হবে হাজারো দর্শকের।

Link copied!