• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
বিপিএল

খুলনাকে হারিয়ে সবার আগে প্লে-অফে সিলেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ১১:০৩ পিএম
খুলনাকে হারিয়ে সবার আগে প্লে-অফে সিলেট

ইনজুরি থেকে ফেরার পর রান পাচ্ছিলেন না যেন ছন্দটাই হারিয়ে ফেলেছেন তৌহিদ হৃদয়। তার রানে ফেরার ম্যাচে ১৯২ রানের বড় সংগ্রহ পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিতি বিরতিতে উইকেট হারানো খুলনা টাইগার্স থেমেছে ১৬২ রানে।

খুলনার বিপক্ষে এ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের জয় এসেছে ৩২ রানের ব্যবধানে। চলতি আসরে ১০ ম্যাচে এটা তাদের অষ্টম জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) চলতি আসরে  ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে মাশরাফি বিন মুর্তজার দল।

সোমবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। ইনিংসের চতুর্থ ওভারে ফিরে যান ওপেনার নাজমুল হোসেন শান্ত।

এরপর তিন নম্বরে নামা জাকিরকে নিয়ে প্রাথমিক চাপ সামলে ব্যাট হাতে ঝড় শুরু করেন তৌহিদ হৃদয়। চোট থেকে ফেরার পর গেল কয়েক ম্যাচে রান পাননি তিনি। তবে এই ম্যাচে আবারও খুঁজে পেয়েছেন তার পুরোনো ছন্দ।

দ্বিতীয় উইকেট জুটিতে জাকিরকে নিয়ে হৃদয় গড়েছেন ১১৪ রানের জুটি। দলীয় ১৩৯ রানে ফেরার আগে হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৯ চারে ৫৮ বলে ৭৩ রানের ইনিংস।

সঙ্গী হারানোর পর বেশিক্ষণ থাকেননি জাকিরও। তবে ততক্ষণে হৃদয়ের সঙ্গে এক হয়ে খুলনার বোলারদের উপর টর্নেডো চালিয়েছেন তিনিও। দলীয় ১৪৭ রানে নাহিদুল ইসলামের শিকার হয়ে ফেরার আগে ৩৮ বলে দুই চার ও চার ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেছেন তিনি।

এরপর শেষদিকে থিসারা পেরেরা ও রায়ার্ন বার্ল শেষ ১০ বলে সিলেটের স্কোরবোর্ডে যোগ করেছেন ৩০ রান। শেষ পর্যন্ত বার্ল ১১ বলে ২১ ও পেরেরা সাত বলে ১৭ রানে অপরাজিত ছিলেন। তাদের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে ১৯২ রানের সংগ্রহ পেয়েছিল সিলেটের ‘স্বাগতিক’রা।

 লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই দুই ওপেনিং ব্যাটারকে হারায় খুলনা। তামিম ইকবাল ও অ্যান্ড্রু ব্যালবার্নি, দুইজনকেই ফিরিয়ে দেন সিলেটের পেসার রুবেল হোসেন।

দুই ওপেনারের বিদায়ের পর চাপ সামাল দিয়ে ইনিংস গড়ছিলেন খুলনার ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার শাই হোপ। তবে তাকে দলীয় ৭৪ রানে ফিরিয়ে দেন রেজাউর রহমান রাজা। ফেরার আগে ২২ বলে ৩৩ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে।

উইকেটে এসে ব্যাট হাতে ঝড় তুললেও ইনিংস বড় করতে পারেননি আজম খানও। ৪ চার ও ২ ছক্কায় ১৭ বলে ৩৩ রানে তাকে ফেরান স্বদেশী স্পিনার ইমাদ ওয়াসিম।

শেষদিকে অধিনায়ক ইয়াসির আলি রাব্বিও উইকেটে থিতু হতে পারেননি। এর আগে দলীয় ১১৮ রানে মার্ক দেয়ালকে ফিরিয়ে বিপিএলে নিজের শততম উইকেট শিকার করেন রুবেল হোসেন।

শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৬১ রানে শেষ হয় খুলনার ইনিংস। ফলে ৩২ রানে জয় নিশ্চিত হয় সিলেটের।

Link copied!