• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

হঠাৎ মৃত্যু সাবালেঙ্কার প্রেমিকের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৪:২৫ পিএম
হঠাৎ মৃত্যু সাবালেঙ্কার প্রেমিকের
কনস্টানটিন কোল্টসভ ও এরিনা সাবালেঙ্কা। ছবি : সংগৃহীত

বেলারুশের সাবেক আইস হকি খেলোয়াড় কনস্টানটিন কোল্টসভ মারা গেছেন মাত্র ৪২ বছর বয়সে। তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা নারী টেনিস তারকা এরিনা সাবালেঙ্কার প্রেমিক। ২০০২ এবং ২০১০ সালে বেলারুশের হয়ে অলিম্পিক খেলেছিলেন কনস্টানটিন। তার হঠাৎ মৃত্যুর খবর জানিয়েছে রাশিয়ার ক্লাব সালাভত ইউলেভ।

অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সাবালেঙ্কাও বেলারুশের টেনিস খেলোয়াড়। বেশ কিছু বছর ধরেই সম্পর্ক ছিল কনস্টানটিন ও সাবালেঙ্কার। সালাভত ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের ক্লাবের কোচ কনস্টানটিন কোল্টসভের মৃত্যু হয়েছে। প্রাণোচ্ছল মানুষ ছিলেন তিনি। খেলোয়াড়দের কাছেও খুব প্রিয় ছিলেন তিনি। তার আত্মার শান্তি কামনা করি।’

বরফের উপর দ্রুতগতির জন্য বিখ্যাত ছিলেন কনস্টানটিন। খেলোয়াড় হিসাবে সালাভতের হয়ে রাশিয়ান সুপার লিগ জিতিয়েছিলেন দলকে। কোচ হিসাবে যোগ দিয়েছিলেন সেই ক্লাবেই।

২০২১ সালের জুন মাস থেকে সাবালেঙ্কার সঙ্গে সম্পর্ক ছিল কনস্টানটিনের। সমাজমাধ্যমে প্রায়ই তাদের একসঙ্গে দেখা যেত। কনস্টানটিনের এর আগেও একটি সম্পর্ক ছিল। তিন সন্তান রয়েছে তার।
 

Link copied!