চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরই বাংলাদেশ দল থেকে বাদ পড়েন তিনি। তারপর তাকে দলে নেওয়ার বিষয় নিয়ে কথা কম ওঠেনি। অবশেষে আবারও ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে তাকে জায়গা দেওয়া হয়েছে। এদিকে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে শেষবারের মতো ওয়ানডে খেলেছিলেন সৌম্য সরকার। এরপর টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে খেলা হয়নি তার। আবারও ওয়ানডে দলে ফিরলেন তিনি। সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই।
অনেক দিন পর দলে ফিরলেন তারা। বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাসকে প্রশ্ন করা হয় তাদের রোলটা কী থাকবে দলে জায়গা পেলে, এর উত্তরে লিটন বলেন, “রোল (ভূমিকা) জিনিসটা নিয়ে আমি আসলে বলতে চাই না। এটা আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে।”
লিটন এ সময় আরও যোগ করেন, "এখন যদি ম্যাচে দ্রুত উইকেট পড়ে যায়, এরপর যদি রিয়াদ ভাই ব্যাটিংয়ে যায়, ৩০-৩৫ ওভারের খেলা থাকে, তাহলে উনি ওনার মতো করেই খেলবেন। ওটা বলার দরকার নেই, উনি অনেক ম্যাচিউরড। এটা সৌম্যর ক্ষেত্রেও। যেখানে সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে। আসলে শুধু তারা দুজন না, প্রত্যেক ব্যাটসম্যানের কাজ রান করা।”
এ সিরিজে শুধু মাহমুদউল্লাহ-সৌম্য নয়, সুযোগ পাচ্ছেন নিয়মিত ওয়ানডে দলে বাইরে থাকা আরও কয়েকজন। তাদের জন্যও এ সিরিজটা যে বড় সুযোগ, লিটন মনে করিয়ে দিয়েছেন সেটিও। তিনি বলেন, “এ দলে যে কজন আছে, হৃদয়ই সম্ভবত শুধু টানা খেলছে। আমিও মাঝে দুটি ম্যাচ খেলিনি অসুস্থতার কারণে। আচ্ছা, দুঃখিত, নাসুম (আহমেদ) ও মেহেদীও (হাসান) খেলেছে এশিয়া কাপে। এটা একটা সুযোগ সবাইকে দেখার। সামনে বিশ্বকাপ। সবার সমান সুযোগ আছে।”
ইনজুরি কাটিয়ে এই সিরিজে দলে ফিরছেন তামিম ইকবাল খান। তামিম -মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ দুজনের কাছ থেকে প্রত্যাশা কী, তা নিয়ে লিটন বলেন, “দুজন সিনিয়র প্লেয়ার থাকলে সব সময়ই সহায়তা হয়। তারা অনেক দিন পর এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে চাপ দিতে। ওনারা খেলাটা উপভোগ করুক। আমার মনে হয়, বাংলাদেশের প্রতিটি খেলোয়াড় যদি উপভোগ করে, তাহলে সফল হওয়ার সুযোগটা বেশি থাকে।”
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলন করতে পারেনি টাইগাররা, আজ (বুধবার) একই অবস্থা। যে কারণে এশিয়া কাপের প্রস্তুতি নিয়েই ঘরের মাঠে নামতে হচ্ছে টাইগারদের। এ নিয়ে টাইগার অধিনায়ক বলেন, "কাজ করার তো সুযোগ নেই। যা করার মানসিকভাবে করা লাগছে, মাইন্ড গেম খেলা লাগছে। দেখি কতটুকু সফল হওয়া যায়। টেকটিক্যালি তো কিছু করতে পারিনি, কাল অনুশীলন করতে পারিনি। জানি না আজও কতখানি প্র্যাকটিস করতে পারব। হয়ত প্র্যাকটিস ছাড়াই মেইন ম্যাচে খেলা লাগতে পারে। এটা মানসিকতার খেলা। ওদের স্পিনও ভালো, কোয়ালিটি স্পিনারও আছে।”