• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সাকিবরা ক্রিকেটটাকে নিচে নামিয়েছে : ম্যাথুস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ১০:৫১ এএম
সাকিবরা ক্রিকেটটাকে নিচে নামিয়েছে : ম্যাথুস
অ্যাঞ্জেলো ম্যাথুস । ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল দু’দলের। তবে, এই ম্যাচটা বাংলাদেশ-শ্রীলঙ্কার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগটা পেয়ে যাবে লঙ্কানরা। আর বাংলাদেশের বেঁচে থাকবে সেই আশা। তাই দুদলের কেউই এই ম্যাচে কোনো প্রকার ছাড় দিতে নারাজ। তাইতো এই ম্যাচে দেখা মিললো নতুন এক আউটের। যে আউট আগে কখনো দেখেননি বিশ্ব ক্রিকেট। প্রথমবারের মতো বাংলাদেশ ‘টাইমড আউট’ করলেন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে। আর ম্যাচ শেষে এমন আউটের পর বাংলাদেশ, বিশেষ করে সাকিব আল হাসানকে নিয়ে ক্ষোভ ঝেড়েছেন লঙ্কান এই ক্রিকেটার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ম্যাথুস বলেন, “আমি ভুল কিছু করিনি। আমি যথাসময়েই মাঠে গিয়েছি। এটা হেলমেটের ভুল ছিল। আমি জানি না সাকিবের কমনসেন্স কোথায় গেল তখন, এটা সাকিব ও বাংলাদেশের কাছ থেকে অসম্মানজনক। তারা খেলাটাকে এতো নিচে নামালো। আইন অনুযায়ী আমি দুই মিনিটের মধ্যেই সেখানে ছিলাম।”

এ সময় ম্যাথুস আরও বলেন, “যখন হেলমেটে সমস্যা দেখি তখনও আমার হাতে ৫ সেকেন্ড ছিল। কোচকেও আম্পায়ার বলেছিল তারা দেখেনি যে আমার হেলমেট ভেঙেছে। আমি মানকাড বা অবস্ট্রাকশন নিয়ে বলছি না, এটা কমনসেন্সের কথা বলছি। এটা অবশ্যই অসম্মানজনক।”

এদিকে, ম্যাচ শেষে বাংলাদেশ দলের সঙ্গে হাত মেলাননি লঙ্কান ক্রিকেটাররা। এই বিষয়ে ম্যাথুস বলেন, “হ্যাঁ, যারা আমাদের সম্মান করবে, তাদেরকে সম্মান দিতে হবে। এর মানে এই না-তাদেরকে তো খেলাটিকেই সম্মান দিতে হবে। মানে, আম্পায়াররাসহ আমরা সবাই এই সুন্দর খেলাটির প্রতিনিধি। ফলে আপনি যদি সম্মান না করেন, কাণ্ডজ্ঞান না ব্যবহার করেন, তাহলে আর কী চাইছেন?”

এ বিষয়ে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, “খেলা শেষে কোনো কথা হয়নি। আমরা হাত মেলাইনি তা নয়, ওরা চলে গেছে।”

এই ম্যাচে লঙ্কানরা বাংলাদেশের কাছে ৩ উইকেটে হেরে গিয়েছে। এবং এই হারের পর পয়েন্ট টেবিলের ৮ নম্বরে নেমে গেছেন কুশল পেরেরারা। আর ৯ নম্বর থেকে বাংলাদেশ এক লাফে ওঠে এসেছে ছয় নম্বরে। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!