• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

সালাহর গোলে ম্যানইউর সঙ্গে ড্র লিভারপুলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪, ০৪:৫১ পিএম
সালাহর গোলে ম্যানইউর সঙ্গে ড্র লিভারপুলের
সমতাসূচক গোল করছেন সালাহ। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের গুরুত্বপূর্ণ এক ম্যাচে প্রথমার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের উপর ছড়ি ঘোরাল সফরকারী দল লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্র। পরপর দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও শেষদিকে আর পারেনি তা ধরে রাখতে। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে মোহাম্মাদ সালাহর গোলে ড্র (২-২) নিয়ে এক পয়েন্ট আদায় করে নেয় লিভারপুল।  

এই ড্রয়ে ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আর্সেনাল। আর ৭০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি।  

প্রতিপক্ষের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি লিভারপুল। ২৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দারউইন নুনেস শট নেন। সেখান থেকে ভলিতে জাল খুঁজে নেন দিয়াস। 

বিরতির পর সমতায় ফিরতে দেরি করেনি ইউনাইটেড। ৫০ মিনিটে জেরেল কোয়ানসার ধীরগতির নেওয়া শট থেকে বল টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন ফের্নান্দেস। ৬৭ মিনিটে এগিয়ে যায় তারা। ওয়ান বিসাকা থেকে পাওয়া বল বক্স থেকে দারুণ শটে জালে পাঠান মাইনো। এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী ইউনাইটেড আরও কয়েকটি আক্রমণ চালায়; তবে পায়নি গোলের দেখা।  

উল্টো ৮৪ মিনিটে সালাহর স্পট কিকের গোলে সমতায় ফেরে লিভারপুল। বক্সে হাভি এলিয়ট ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। সুযোগ পেয়ে গোল করতে ভুল করেননি মিশরের ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। 

Link copied!