• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ

ম্যাচ হেরে নিজেদের দুষলেন রোহিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ১০:২৬ এএম
ম্যাচ হেরে নিজেদের দুষলেন রোহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে রোববার (৩০ অক্টোবর) পার্থে মাঠে নেমেছিল ভারত-দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং-ফিল্ডিংয়ে ব্যর্থ ভারতকে ৫ উইকেটে হারিয়ে সেমি ফাইনালের যাত্রা মসৃণ করেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের এমন পরাজয়ের দায় নিজেদের বাজে ফিল্ডিংকেই দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ভারত প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩৩ রানের পুঁজি গড়তে সক্ষম হয়। সূর্যকুমার যাদবের ৬৮ রান বাদে বাকি ব্যাটারদের আশা-যাওয়ার মিছিল ছিল পুরো ম্যাচজুড়ে।

যদিও স্বল্প রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ভালোই চেপে ধরেছিল ভারত। পাওয়ার প্লের মধ্যে ২৪ রান দিয়ে শুরুর তিন ব্যাটারকে বিদায় করে ভারত। তবে বাজে ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত হারতেই হয় তাদের। দলীয় অধিনায়ক রোহিত মনে করেন দলের এই হার তাদের বাজে ফিল্ডিংয়ের কারণেই।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রোটিয়া ব্যাটারদের উইকেট তুলে নেওয়ার সুযোগ কাজে লাগাতে না পারায় আফসোস ঝরল রোহিতের কণ্ঠে।

তিনি বলেন, “আমরা মাঠে বাজে ফিল্ডিং করেছি। ফিল্ডিংয়ে আমরা তাদের বেশি সুযোগ দিয়েছি, সুযোগ হারিয়েছি। আগেও এমন ঠান্ডা কন্ডিশনে অনেক ম্যাচ খেলেছি, তাই হারে  কোনো অজুহাত নয়।”

Link copied!