বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট পর্বের খেলা শুরু হয়েছে। টুর্নামেন্টের ২৫তম ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক সিলেট স্টাইকার্স ও রংপুর রাইডার্স। ম্যাচে টস জিতে রংপুর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়।
পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সিলেট। ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে তাদের পয়েন্ট ১২। অন্যদিকে, রংপুর আছে ৪ নম্বরে। এক ম্যাচ কম খেলা দলটি ৩ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ।
সিলেট স্টাইকার্স একাদশ
নাজমুল হোসেন শান্ত, টম মরিস, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, তানজিম হাসান সাকিব, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা।
রংপুর রাইডার্স একাদশ
মোহাম্মদ নাঈম, রনি তালুকদার, মেহেদী হাসান, সোয়েব মালিক, শামিম হোসেন, রবিউল হক, মোহাম্মদ নেওয়াজ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, হারিস রউফ ও হাসান মাহমুদ।