• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
দাবা বিশ্বকাপ ফাইনাল

টাইব্রেকারে গড়াল প্রজ্ঞানন্দ-কার্লসেন লড়াই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ১১:২০ এএম
টাইব্রেকারে গড়াল প্রজ্ঞানন্দ-কার্লসেন লড়াই

দাবা বিশ্বকাপের ফাইনালের দ্বিতীয় রাউন্ডও ড্র হয়েছে। ফলে ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ ও নরওয়ের ম্যাগনাস কার্লসেনের মধ্যে খেলা গড়াল টাইব্রেকারে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত হবে সেই টাইব্রেকার।

মঙ্গলবার (২২ আগস্ট) প্রথম ক্লাসিক্যাল ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলেছিলেন প্রজ্ঞানন্দ। বুধবার তিনি খেলেন কালো ঘুঁটি নিয়ে। শুরুটা করেন কার্লসেন। শুরুতে দুই প্রতিযোগীই দ্রুত চাল দিচ্ছিলেন। টান টান খেলা চলছিল। কার্লসেনের আগ্রাসী খেলার ভাল মোকাবিলা করছিলেন প্রজ্ঞা। দুই প্রতিযোগীই নিজেদের ‘কুইন’ সামলানোর চেষ্টা করছিলেন।

একটা সময়ের পরে দুজনকেই ‘কুইন’ হারাতে হয়। ফলে খেলার গতি কিছুটা শ্লথ হয়ে যায়। দুজনই সব রকম চেষ্টা করেন। কিন্তু কিছুতেই প্রতিপক্ষকে ভুল করাতে পারছিলেন না। শেষ পর্যন্ত ৩০ চালের পরে খেলা ড্র করার সিদ্ধান্ত নেন প্রজ্ঞা ও কার্লসেন। এই ড্রয়ের ফলে দুই প্রতিযোগীরই পয়েন্ট দাঁড়াল ১।

বৃহস্পতিবার টাইব্রেকারে প্রথমে ২৫ মিনিট করে দুটি র‌্যাপিড প্রতিযোগিতা খেলবেন তারা। সেখানে ফয়সালা না হলে ১০ মিনিট করে দুটি র‌্যাপিড প্রতিযোগিতা খেলবেন প্রজ্ঞানন্দ ও কার্লসেন। সেখানেও যদি ফয়সালা না হয় তা হলে ১০ মিনিট করে দুটি ব্লিৎজ প্রতিযোগিতা হবে। যদি সেই খেলাতেও জয়ী পাওয়া না যায় তা হলে আরও একটি ব্লিৎজ প্রতিযোগিতা হবে। যতক্ষণ না এক জন জিতছেন ততক্ষণ সেই প্রতিযোগিতা চলবে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!