• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

নাহিদের পাঁচ উইকেট, মোহামেডানকে হারাল শাইনপুকুর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৭:০৩ পিএম
নাহিদের পাঁচ উইকেট, মোহামেডানকে হারাল শাইনপুকুর
নাহিদ রানা। ছবি : সংগৃহীত

নাহিদ রানা বল হাতে নিলেন পাঁচ উইকেট, তবুও মোহামেডানের রান হলো দুইশ ছাড়ানো। কিন্তু বৃষ্টিতে কমে যাওয়া লক্ষ্য তাড়ায় ঠিকই ম্যাচ জিতেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

মঙ্গলবার বৃষ্টি বাধার দিনে বাকি দুই ম্যাচে জিতেছে গাজী গ্রুপ ও রূপগঞ্জ টাইগার্স।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। নাহিদ রানার ৫ উইকেটের পর ৯ উইকেটে ২২৭ রানে আটকে যায় মোহামেডান। পরে বৃষ্টিতে ৩০ ওভারে পাওয়া ১৫৮ রানের লক্ষ্য ১৪ বল আগে ছুঁয়ে ফেলে শাইনপুকুর। 

টস জিতে ব্যাট করতে নামা মোহামেডানের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকান অধিনায়ক ইমরুল কায়েস। এই ওপেনার ৭৩ বলে ৫৬ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হন। মোহামেডানের বাকি টপ অর্ডাররা ব্যর্থ হন। শেষদিকে এসে দলের হাল ধরেন আবু হায়দার রনি। 

৮ নম্বরে খেলতে নেমে ৫৫ বলে ৫১ রান করেন তিনি। তার কল্যাণে দলের রান দুইশ ছাড়ায়। শাইনপুকুরের হয়ে পাঁচ উইকেট নেন নাহিদ রানা, ১০ ওভারে ৪৫ রান দেন তিনি। ২০ রানে দিয়ে দুটি উইকেট পান হাসান মাহমুদ।

১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে মোহামেডান। সমান জয় নিয়ে তিনে আছে শাইনপুকুর। ১০ ম্যাচে ৬ জয় নিয়ে সাতে থেকে সুপার লিগের লড়াইয়ে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এক জয় কম নিয়ে তাদের পরেই আছে ব্রাদার্স। ১০ ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া রূপগঞ্জ উঠে এসেছে দশে, সমান জয় নিয়ে তাদের উপরে সিটি ক্লাব।

Link copied!