• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

পাথিরানা ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ম্যাথুস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০৪:০৮ পিএম
পাথিরানা ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ম্যাথুস
ছবি: সংগৃহীত

ইনজুরিরর কারণে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বাদ রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কা। বিশ্বমঞ্চে এসেও স্বস্তিতে নেই দলটি। একের পর এক ম্যাচ হার তার সঙ্গে যুক্ত হয়েছে ক্রিকেটারদের ইনজুরি। লঙ্কান অধিনায় দাসুন শানাকার পর এবার কাঁধের ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন পেসার মাথিশা পাথিরানা। এই তরুণ পেসারের বদলি হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেই কাঁধের ইনজুরিতে পড়েছিলেন পাথিরানা। এরপর তাকে বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামে লঙ্কানরা। কিন্তু এরপরও তার চোটের কোনো পরিবর্তন না হওয়ায়, স্কোয়াড থেকে ছিটকে গেছেন পাথিরানা।

তার বদলি হিসেবে যুক্ত করা হয়েছে ৩৫ বছর বয়সী অভিজ্ঞ ম্যাথুসকে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির অনুমতিক্রমে স্কোয়াডে এ পরিবর্তন আনে শ্রীলঙ্কা। ম্যাথুস অবশ্য নেদারল্যান্ডস ম্যাচের আগেই দলের রিজার্ভ স্কোয়াডে যুক্ত হয়েছিলেন।

শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক ম্যাথুস চলতি বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। সবশেষ তিন বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন ম্যাথুস। কিন্তু ভারত বিশ্বকাপে তার জায়গা হয়নি শ্রীলঙ্কা দলে। অবশেষে পাথিরানার ইনজুরিতে কপাল খুলেছে তার।

এর আগে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। অধিনায়কের ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কা দলের নেতৃত্ব গিয়েছে কুশল মেন্ডিসের কাছে। ইনজুরির কারণে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

চলতি আসরে শ্রীলঙ্কা ৪ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানির দিকে রয়েছে। শুরুতে হ্যাটট্রিক হারের কারণে সেমিফাইনালের রেস থেকে শ্রীলঙ্কা এখন অনেকটাই দূরে।

Link copied!