• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬
প্যারিস অলিম্পিক

পড়ে গিয়ে সোনা জয়ের আশা শেষ মারিনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৯:২০ পিএম
পড়ে গিয়ে সোনা জয়ের আশা শেষ মারিনের
কোর্টে পড়ে গিয়ে আঘাত পান ক্যারোলিন মারিন। ছবি: সংগৃহীত

হে বেংজিয়াওয়ের বিপক্ষে চলতি প্যারিস অলিম্পিক নারী ব্যাডমিন্টন এককের সেমিফাইনালে খেলছিলেন স্পেনের ক্যারোলিন মারিন। জিতলেই ফাইনালে চলে যাবেন ২০১৬ সালের সোনা জয়ী মারিন। তবে রোববার ম্যাচ চলাকালে এক দূর্ঘটনায় বিদায় নিতে হয়েছে তাকে। 

প্রথম সেট জিতে নেন ২১-১৪ ব্যবধানে। দ্বিতীয় সেটে ১০-৬ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় ব্যাকহ্যান্ড শর্ট মারতে গিয়ে আচমকা কোর্টে পড়ে যান। পায়ে মারাত্মক ব্যথা পান। এক সময়ে কাঁদতে শুরু করেন। কিছুটা ভালো বোধ হলে দুটি পয়েন্ট খেলেন। কিন্তু দুটিতেই হেরে যান। বুঝতে পারেন, আর খেলা সম্ভব নয়। 

৩১ বছর বয়সী মারিনের থেমে যেতে হলো সেমিফাইনালেই। এমনকি, ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচেও খেলতে পারবেন না। টপ ফেভারিট মারিনকে শেষ পর্যন্ত শুন্য হাতেই প্যারিস থেকে ফিরতে হচ্ছে।

Link copied!