• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

টেক্টরের ফিফটিতে আইরিশদের রানের সেঞ্চুরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৩, ০৭:৪৭ পিএম
টেক্টরের ফিফটিতে আইরিশদের রানের সেঞ্চুরি

বৃষ্টিবিঘ্নিত বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যারি টেক্টরের ফিফটি রানের সুবাদে প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে শতরান তুলেছে আয়ারল্যান্ড।

বাংলাদেশের শুরুটা চমৎকার হয়। মাত্র ১ রানেই ওপেনার পল স্ট্রার্লিংয়ের উইকেট তুলে নেয় টাইগাররা। দলীয় ১৬ রানে দ্বিতীয় উইকেট হারায় আইরিশরা। তবে এরপরই অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি ও হ্যারি টেক্টর হাল ধরেন। এই দুজন দলীয় রান ফিফটিতে নিয়ে যান। ১২তম ওভারে সাকিব আল হাসানের ওভারের শেষ বলে চার মেরে ফিফটি পূর্ণ করে আইরিশরা।

এই জুটির রানও শতরান পার হয়ে গেছে। হ্যারি ৬২ বলে ৬০ রান করেন। বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে উঠেছিল হ্যারি-বালবির্নি জুটি। বালবির্নিকে আউট করে এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ড ৩ উইকেট হারিয়ে ১২৪ রান নিয়ে ব্যাট করছে।

Link copied!