• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭
টি-টোয়েন্টি বিশ্বকাপ

টস জিতে বোলিংয়ে আয়ারল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ০৩:০৫ পিএম
টস জিতে বোলিংয়ে আয়ারল্যান্ড

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। টস জিতে এই ম্যাচে প্রথমে বোলিং করবে আইরিশরা।

দিনের প্রথম ম্যাচ স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মধ্যে বৃষ্টি হওয়াতে নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে এই ম্যাচ। টানা দুই বিশ্বকাপ মিস করার পর এবারের আসর দিয়ে বিশ্বমঞ্চে ফিরছে জিম্বাবুয়ে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। এ সময়ে জিম্বাবুয়ের তিন জয়ের বিপরীতে আয়ারল্যান্ডের জয় পাঁচ ম্যাচে।

জিম্বাবুয়ে একাদশ:
রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভ্রে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওঁয়ে, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগ্রাভা ও ব্লেসিং মুজারাবানি।

আয়ারল্যান্ড একাদশ:
অ্যান্ডি ব্যালবার্নি (অধিনায়ক), লকরান টকার, হ্যারি টেক্টর, কারটিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, কার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি ও জস লিটিল।

Link copied!