বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের ক্রিকেটে গুঞ্জন শোনা যাচ্ছিলো আবরও দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। দ্বিতীয় দফায় পিসিবির দায়িত্ব নিলেন দেশটির সাবেক এই ক্রিকেটার এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। গত মাসে হারুন রশিদ পদত্যাগ করলে পদটি ফাঁকা থেকে যায়। তার জায়গায় সাবেক এই অধিনায়ককে দায়িত্ব দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
জাকা আশরাফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নেয়ার পর ভেঙ্গে দিয়েছেন আগের নির্বাচক কমিটি। যেখানে হারুনের সঙ্গে ছিলেন অ্যানালিস্ট হাসান চিমা, গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও মিকি আর্থার।
এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন ইনজামাম। এখন তিনি পিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য। তিন সদস্যের এই কমিটিতে আরও আছেন মোহাম্মদ হাফিজ ও মিসবাহ উল হক। তবে প্রধান নির্বাচক হওয়ায় ইনজামামকে এই কমিটি থেকে বাদ দেওয়া হতে পারে।
আবার দায়িত্ব পেয়ে ইনজামামের প্রথম কাজ হবে আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করা। এরপর এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের দল নির্বাচন করেছিলেন ইনজামাম। এবার আসন্ন ভারত বিশ্বকাপের দলও নির্বাচন করবেন তিনি।








































