• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ১১:৫৭ এএম
ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ
কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা

কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত শিরোপার অন্যতম দাবিদার। অন্যদিকে শুরুতে হোঁচট খেলেও দ্রুতই স্বরূপে ফিরেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। তাই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ধ্রুপদী ফাইনালের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেট ভক্তরা।

গ্রুপ পর্বে ভারতের সঙ্গে দেখা হয়েছিল অস্ট্রেলিয়ার। সেই ম্যাচে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছিলেন রোহিত শর্মারা। ওই ম্যাচে বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ভালোই পরীক্ষা নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এবারের আসরে ওই একটা ম্যাচই খেলেছিলেন এই স্পিনিং অল রাউন্ডার। উইকেট মাত্র একটা নিলেও দিয়েছিলেন ৩৪ রান।

উড়তে থাকা ভারত কি সেই স্মৃতি মনে রেখে ফেরাবে অশ্বিনকে? অশ্বিনকে একাদশে ফেরাতে হলে কে বাদ যাবেন? দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের একাদশে থাকা নিশ্চিত। এর পরেই আছেন সূর্যকুমার যাদব। মারকুটে এই ব্যাটার এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। কিন্তু তাকে বাদ দিলে ব্যাটিং অর্ডার কিছুটা দুর্বল হয়ে যাবে ভারতের।

অন্যদিকে রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজও একাদশে নিশ্চিত। অশ্বিন কি সুযোগ পাবেন ফাইনালে। সেই উত্তর জানা যাবে কয়েক ঘণ্টা পরই।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!