• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

রাজা-শানাকাদের উড়িয়ে এলপিএলে শীর্ষে হাসারাঙ্গার দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ১০:১৮ পিএম
রাজা-শানাকাদের উড়িয়ে এলপিএলে শীর্ষে হাসারাঙ্গার দল

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দাসুন শানাকা-সিকান্দার রাজাদের ডাম্বুলা আউরাকে উড়িয়ে শীর্ষে উঠেছে হাসারাঙ্গার দল ক্যান্ডি ফ্যালকনস।

পাল্লেকেলেতে মঙ্গলবার টস জিতে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান করে ক্যান্ডি। জবাকে খেলতে নেমে কার্লোস ব্র্যাথওয়েটের আগুণে বোলিংয়ে মাত্র ১১৬ রানে অলআউট হয় ডাম্বুলা।

৭৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যান্ডি। ৫ ম্যাচের মধ্যে ৪টিতে জয় পেয়েছে হাসারাঙ্গা বাহিনী।

ক্যান্ডির দেওয়া রান তাড়া করেত নেমে ব্যাটিং ধসের কবলে পড়ে ডাম্বুলা। মাত্র ৪৫ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। সেই ধাক্কা আর সামলেমুঠতে পারেনি। সর্বোচ্চ ২৫ রান করেন চতুরঙ্গ ডি সিলভা। আর কেউ ২০ রানের ঘর পার হতে পারেননি।

সর্বোচ্চ ৩ উইকেট করে নেন ব্র্যাথওয়েট-চামিন্দু। ২টি করে উইকেট নেন চামিকা, ফ্যাবিয়ান।

এর আগে কামিন্দু মেন্ডিসের ফিফটিতে ভর করে ১৯৪ রানের লক্ষ্য দেয় ক্যান্ডি। ৪০ বলে ৫৮ রান করেন তিনি। এ ছাড়া আন্দ্রে ফ্লেচার ৪৪ ও আশেন বান্দারা ২২ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। ডাম্বুলার হয়ে ১টি করে উইকেট নে প্রামোদ ও চতুরঙ্গ। ম্যাচসেরার পুরষ্কার পান কামিন্দু।

Link copied!