• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

লড়েও অজিদের কাছে হারল ক্যারিবিয়ানরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৬:০৭ পিএম
লড়েও অজিদের কাছে হারল ক্যারিবিয়ানরা
হাফ সেঞ্চুরির পথে ব্যাট করছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ছবি: সংগৃহীত

দারুণ লড়াই করেও স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ দল। শুক্রবার হোবার্টে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১১ রানে হেরে গেছে সফরকারী ক্যারিবিয়ান দল।  

ম্যাচে অস্ট্রেলিয়ার ৭ উইকেটে ২১৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ৮ উইকেটে ২০২ রান। 

২১৪ রানের বিশাল টার্গেট নিয়ে  খেলতে নেমেও ওয়েস্ট ইন্ডিজ দল বেশ ভালোই এগিয়ে যাচ্ছিল। ব্রান্ডন কিং ও জনসন চার্লস ওপেনিং জুটিতে মাত্র ৮.৩ ওভারে ৮৯ রান করেন। কিন্তু এই সময় চার্লস আউট হয়ে যান ২৫ বলে ৪২ রান করে। ব্রান্ডনও আউট হন দলীয় ১১৫ রানের সময়। তিনি করেন মাত্র ৩৭ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫৩ রান। শেষ দিকে জেসন হোল্ডার মাত্র ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩৪ রান করলেও দলের জন্য জয় এনে দিতে পারেননি। 

অজি দলের পক্ষে অ্যাডাম জামপা ৩টি এবং মারকাস স্টনিস ২টি উইকেট পান। 

এর আগে, ওপেনার ডেভিড ওয়ার্নারের মারমুখো ব্যাটিংয়েই অজি দল বিশাল স্কোর গড়ে। ওয়ার্নার মাত্র ৩৬ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করেন। এছাড়া, জশ ইংলিশ ৩৯, টিম ডেভিড অপরাজিত ৩৭, ম্যাথু ওয়েড ২১, অধিনায়ক মিচেল মার্শ ১৬ ও গেøন ম্যাক্সওয়েল ১০ রান করেন। 

ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ৩টি এবং আলজারি জোসেফ ২টি উইকেট পান।

অ্যাডেলিডে রোববার দ্বিতীয় এবং পার্থে মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

এর আগে, দুই দলের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছে। ওয়ানডে সিরিজে অজিরা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ক্যারিবিয়ানদের।  
 

Link copied!