• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

ইংলিশ বধের দিনে পুরস্কার পেলেন গ্রাউন্ডসম্যানরাও


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ১০:৩০ পিএম
ইংলিশ বধের দিনে পুরস্কার পেলেন গ্রাউন্ডসম্যানরাও

তখন সবেমাত্র ইংলিশদের হোয়াইটওয়াশ সম্পন্ন করেছে বাংলাদেশ। মাঠজুড়ে উল্লাসে মাতোয়ারা টাইগাররা। এরই ফাঁকে এক কোণায় গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলতে দেখা যায় বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেলকে।

গ্রাউন্ডসম্যানদের সঙ্গে আলাপ শেষে তাদের সঙ্গে গ্রুপ ছবিও তোলেন সোহেল। সেখানে এক পর্যায়ে নিজের পকেট থেকে এক লাখ টাকার একটি বান্ডিল বের করে গ্রাউন্ডসম্যানদের দেন তিনি।

এ সময় সময় সোহেলকে কাছে পেয়ে নিজেদের নানা দাবি-দাওয়া নিয়ে কথা বলেন গ্রাউন্ডসম্যানরা। সেগুলো শুনে আশ্বাস দিয়ে চলে যান তিনি।

এদিন শুধু সোহেল নন, গ্রাউন্ডসম্যানদের আরও এক লাখ টাকা পুরস্কার দিয়েছেন বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক।

এর আগে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ম্যাচ জয়ের পর নিজের পুরস্কারের এক লাখ টাকা গ্রাউন্ডসম্যানদের দিয়েছিলেন সাকিব আল হাসান।

Link copied!