টেকরের দুর্দান্ত সেঞ্চুরি, বড় লিডের আশায় আয়ারল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৩:৩৩ পিএম
টেকরের দুর্দান্ত সেঞ্চুরি, বড় লিডের আশায় আয়ারল্যান্ড
ছবি: ওয়ালটন

আগের দিন ১৩ রানে চার উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ডকে আজ দেখা যাচ্ছে নতুন চরিত্রে। প্রত্যেক ব্যাটার নিজেকে উজাড় করে দিচ্ছেন, কামড়ে পড়ে থাকছেন উইকেট। ফিফটি করে হ্যারি টেক্টর ফিরে গেলেও দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন লকরান টেকর। তার ব্যাটে এখন বড় লিডের স্বপ্ন দেখছে আয়ারল্যান্ড। 

নতুন বলে তাইজুল ইসলামের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে চার হাঁকিয়ে সেঞ্চুরি করলেন এই কিপার-ব্যাটসম্যান। দ্বিতীয় আইরিশ ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন তিনি।

এর আগে ২০১৮ সালে দেশের অভিষেক টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম আইরিশ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন কেভিন ও‍‍`ব্রায়েন (২১৭ বলে ১১৮)।

১৪৯তম বলে ৩ চার ও ১ ছয়ে সেঞ্চুরি স্পর্শ করেন টকার। পরের বলে আবারও বাউন্ডারি হাঁকান তাইজুলকে। অষ্টম উইকেট জুটিতে অ্যান্ড্রু ম্যাকব্রাইনকে নিয়ে ইতিমধ্যে গড়েছেন শতরানের জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৩৬ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ৭৮ রানে। টকার ১০৮ ও ম্যাকব্রাইন খেলছেন ৩৫ রানে। 
 

 

 

Link copied!