• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

ইংল্যান্ডের বিপক্ষে গোল পেয়ে অবিশ্বাস্য অনুভূতি জিরুদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ১১:৫৬ এএম
ইংল্যান্ডের বিপক্ষে গোল পেয়ে অবিশ্বাস্য অনুভূতি জিরুদের

আল বাইত স্টেডিয়ামে শনিবার রাতে কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে ফ্রান্স। এই জয়ে সেমি ফাইনালে পৌঁছে গেল ইউরোপীয় দলটি।

ফরাসি শুয়ামেনির গোলের পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন ইংলিশ তারকা হ্যারি কেইন। ম্যাচের ৭৮ মিনিটে দলকে এগিয়ে নেন অলিভিয়ার জিরুদ। বাঁ দিক থেকে গ্রিজমানের বাড়ানো ক্রসে হেডে গোল করেন ৩৬ বছর বয়সী তারকা।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরির রেকর্ডে ভাগ বসান জিরুদ। দুজনেরই গোল সংখ্যা হয় ৫১। জিরুদ পোল্যান্ডের বিপক্ষে একটি গোল করে ছাড়িয়ে যান সাবেক স্বদেশীকে। এবার ৫৩তম গোল পেয়ে দুই গোলে এগিয়ে থাকলেন তিনি। 

তবে অঁরির রেকর্ড ছোঁয়ার চেয়ে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলেই দারুণ অনুভূতি বলে জানিয়েছেন জিরুদ।

তিনি বলেন, “এই ৫৩তম গোলটি অঁরির রেকর্ড ছোঁয়া গোলের চেয়েও চমৎকার অনুভূতি দিয়েছে। সুযোগ পেয়ে যখন গোল করলাম, অবিশ্বাস্য অনুভূতি হচ্ছিল। গ্রিজম্যান আমাকে দারুণ পাস দিয়েছিল। এটা দলের জন্য চমৎকার কাজে লেগেছে। নিজেদের ওপর এভাবে বিশ্বাস রাখতে হবে।”

Link copied!