• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

কাতার বিশ্বকাপে ডেনমার্ক দলে এরিকসেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ১১:১৩ পিএম
কাতার বিশ্বকাপে ডেনমার্ক দলে এরিকসেন

২০২১ সালের ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। শুরুতে মনে হয়েছিল, হয়তো মারাই গেছেন। মৃত্যুর মুখ থেকে ফিরে ফুটবল মাঠেও ফিরেছেন। ঘটনার দেড় বছর পর ডেনমার্কের জার্সিতে বিশ্বকাপ খেলবেন এই ফুটবলার।

মঙ্গলবার (৮ নভেম্বর) কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ডেনমার্ক। ২৬ সদস্যের স্কোয়াড দেওয়ার কথা থাকলে এখন ২১ জনের নাম ঘোষণা করেছেন কোচ কাসপার হিউলমান্দ। পরবর্তীতে আরও ৫ জনের নাম অন্তর্ভূক্ত করা হবে বলে জানিয়েছেন ড্যানিশ কোচ।

ডেনমার্কের গোলপোস্টের নিচে দাঁড়াবেন কাসপার স্মাইকেল। বিকল্প হিসেবে থাকবেন অলিভার ক্রিস্টেনসেন। ডিফেন্সে বার্সেলোনার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন হবেন ড্যানিশ কোচের ভরসার নাম।

ডেনমার্কের মাঝমাঠের দায়িত্ব থাকবে ক্রিস্টিয়ান এরিকসেনের হাতে। এছাড়াও থাকবেন পিয়েরে এমিল হইবিয়া ও টমাস ডেলানি। আক্রমণের অন্যতম ভরসা মার্টিন ব্রাথওয়েট, মিকেল ভামসগার্ড ও আন্দ্রেয়াস ওলসেন।

বিশ্বকাপে ২১ সদস্যের ডেনমার্ক দল:

গোলরক্ষক: কাসপার স্মাইকেল, অলিভার ক্রিস্টিনসেন
ডিফেন্ডার: সিমন কিয়ার (অধিনায়ক), আন্দ্রেয়াস ক্রিস্টিনসেন, ইওয়াকিম অ্যান্ডারসেন, ইওয়াকিম ম্যালে, ড্যানিয়েল ভাস, ইয়েন্স স্ট্রিগার লারসেন, ভিক্টর নেলসন, রাসমুস ক্রিস্টিনসেন।
মিডফিল্ডার: ক্রিস্টিয়ান এরিকসেন, টমাস ডেলানি, পিয়েরে–এমিল হইবিয়া, মাথিয়াস ইয়েনসেন।
ফরোয়ার্ড: মার্টিন ব্রাথওয়েট, আন্দ্রেয়াস কর্নেলিয়ুস, কাসপার ডোলবার্গ, আন্দ্রেয়াস স্কোভ ওলসেন, মিকেল ডামসগার্ড, ইয়োনাস ভিন্ড, ইয়েসপার লিন্ডস্ট্রম।

Link copied!