• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

স্বাগতিক ভারতকে প্রথম টি-টোয়েন্টিতে হারালো ইংরেজ নারীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩, ১১:৪৯ এএম
স্বাগতিক ভারতকে প্রথম টি-টোয়েন্টিতে হারালো ইংরেজ নারীরা
ভারতের উইকেট পতনে ইংল্যান্ডের ফিল্ডারদের উল্লাস। ছবি : সংগৃহীত

স্বাগতিক দল ভারতকে হারিয়ে  ৩৮ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড নারী টি-টোয়েন্টি ক্রিকেট দল। বুধবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে ২০ ওভারে সফরকারী ইংল্যান্ডের ৬ উইকেটে ১৯৭ রানের জবাবে ভারত ৬ উইকেটে ১৫৯ রান করে।

২০০৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের ন্যাট স্কাইভার ব্রান্ট ৭৭, ড্যানি ওয়াট ৭৫, অ্যামি জোন্স ২৩ রান করেন। ২০২০ সালের বিশ্বকাপ রানার্সআপ ভারতের রেনুকা সিং ৩টি ও শ্রেয়াঙ্কা পাতিল ২টি উইকেট লাভ করেন।  

ভারতীয় ইনিংসে শেফালি ভর্মা ৫২ ও অধিনায়ক হারমান্তপ্রীত কৌর ২৬ রান করেন। ইংল্যান্ডের সোফিয়া একলেসটোন ৩টি উইকেট লাভ করেন। ম্যাচ সেরা স্কাইভার ১টি উইকেট পান। 

আগামী ৯ ও ১০ ডিসেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুটি ম্যাচের ভেন্যুও ওয়াংখেড়ে স্টেডিয়াম। 

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুদল একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ১৪ ডিসেম্বর থেকে। মহারাষ্ট্রের নাভি মুম্বাই শহরের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
 

Link copied!