• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ডাকেটের ‘বাজবল’ সেঞ্চুরিতে ভারতকে জবাব দিচ্ছে ইংল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৬:৪০ পিএম
ডাকেটের ‘বাজবল’ সেঞ্চুরিতে ভারতকে জবাব দিচ্ছে ইংল্যান্ড
দ্রুতগতির সেঞ্চুরি হাঁকান ইংল্যান্ডের বেন ডাকেট। ছবি: সংগৃহীত

প্রথম দুই টেস্টে একটি করে জয় পাওয়ায় তৃতীয় টেস্টে জিতে সিরিজে এগিয়ে যেতে চায় সফরকারী ইংল্যান্ড ও ভারত উভয় দলই। সেই লক্ষ্যেই রাজকোট স্টেডিয়ামে খেলতে নামলেও ম্যাচটি দ্বিতীয় দিনশেষে বিগ স্কোরিংয়ের পথে রয়েছে।  

শুক্রবার ৫ উইকেটে ৩২৬ রান দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। বাকি ৫ উইকেটে আরও ১১৯ রান তুলেছে স্বাগতিকরা। ৪৪৫ রানে থামে ভারতীয়দের প্রথম ইনিংস। ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২০৭ রান। এখনো ২৩৮ রান পিছিয়ে ইংলিশরা।

ভারতের ইনিংসের জবাবে নেমেই আলোচিত ‘বাজবল’ খেলতে শুরু করে ইংল্যান্ড। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন ওপেনার বেন ডাকেট। ৮৮ বলেই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।

প্রথম উইকেটে জ্যাক ক্রাউলির সঙ্গে ৮৪ রানের জু্টি করেন ডাকেট। দ্বিতীয় উইকেটে ডাকেট ও অলি পোপের জুটি থেকে আসে ৯৩ রান। ২৮ বলে ১৫ রান করে ক্রাউলি আউট হলে প্রথম জুটি ভাঙে। আর ৫৫ বলে ৩৯ রান করে পোপ আউট হলে পতন হয় দ্বিতীয় উইকেটের। ১১৮ বলে ১৩৩ রান করে অপরাজিত আছেন ডাকেট। তার সঙ্গে ৯ রানে ব্যাট করছিলেন জো রুট। 

ভারতের মোহাম্মাদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বীন একটি করে উইকেট লাভ করেন।  

এর আগে ভারতের ইনিংসে অধিনায়ক রোহিত শর্মা ১৩১, রবীন্দ্র জাদেজা ১১২, সরফরাজ খান ৬২, ধ্রæব জুরেল ৪৬ ও অশ্বীন ৩৭ রান করেন। 
ইংল্যান্ডের মার্ক উড ৪টি এবং রেহান আহমেদ ২টি উইকেট শিকার করেন।

 

Link copied!