• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০২:৪৯ পিএম
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্ক

জমকালো আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষষ্ঠদশ আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন অভিজিৎ সিং, তামান্না ভাটিয়া ও রাশ্মিকা মানদানা।

অনুষ্ঠানের শুরুতেই নিজের সব জনপ্রিয় গান দিয়ে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলেন তিনি। তবে তার গানের মধ্যে হুট করেই বিজ্ঞাপন দেখানো শুরু হয়। আর এতে ছেদ পড়ে দর্শকদের বিনোদনে।

এটা নিয়েই বিতর্ক উঠেছে। নেটিজেনরা বলছেন, গানের মধ্যে বিজ্ঞাপন দেখানোর কোনো যুক্তি থাকতে পারে না। আইপিএলের সম্প্রচার স্বত্ব  বিক্রি হয়েছে ২৩ হাজার কোটি রুপির বিশাল অঙ্কে। এই বিপুল টাকা তোলার জন্য সম্প্রচারকারী চ্যানেলকে বিজ্ঞাপন দেখাতেই হবে।

ফলে সুযোগ পেলেই বিজ্ঞাপন দেখানো হবে। বিজ্ঞাপন দেখানোর কিছু বাধ্যবাধকতাও থাকে। আইপিএল দেখানোর বিপুল খরচ তুলতে বিজ্ঞাপনদাতাদের দাবিও মানতে হয় তাদের।

তবে এসব মানতে রাজি নন দর্শকরা। বিশেষ করে অরিজিৎ সিংয়ের মতো জনপ্রিয় তারকার গানের মাঝে বিজ্ঞাপন দেওয়া মানতে পারছেন না কেউ।

Link copied!