সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০১:২৪ পিএম
সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটরস ও সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে আজ সোমবার। এবারের আসরের ১৩তম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। সাগরিকায় ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

নবম বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। দলটির নেতৃত্বে আছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবারের আসরে সিলেট চার ম্যাচে চারটি জয় নিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে তারা।

অন্যদিকে ঢাকা ডমিনেটর্স এখন পর্যন্ত ৩ ম্যাচে ২ হার এবং ১ জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে।

সিলেট স্ট্রাইকার্স একাদশ:

মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, আকবর আলী, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ আমির, নাজমুল ইসলাম ও রুবেল হোসেন।

ঢাকা ডমিনেটর্স একাদশ:

দিলশান মুনাবিরা, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, উসমান গনি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সালমান ইরশাদ ও রবিন দাস।

Link copied!