• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

শাকিরার গানের জন্য কোপা ফাইনালের বিরতির সময় বাড়লো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৩:১১ পিএম
শাকিরার গানের জন্য কোপা ফাইনালের বিরতির সময় বাড়লো
শাকিরা। ছবি: সংগৃহীত

সোমবার ভোর ৬ টায় চলতি কোপা আমেরিকা ফুটবল আসরের ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া ও আর্জেন্টিনা। ফাইনালে রাঙিয়ে তুলতে ল্যাটিন আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমবেল) বিশ্ববিখ্যাত পপ তারকা কলম্বিয়ার শাকিরার গানের আয়োজন করেছে। এতোদিন আলোচনা চলছিল, ম্যাচ শুরুর আগে না পরে শাকিরা গন গাইবেন, তা নিয়ে। এখন সেটা চূড়ান্ত হয়েছে। শাকিরা গান গাইবেন ম্যাচের বিরতির সময়। আর তার গানের কারণে বিরতির সময় ১০ মিনিট বাড়িয়ে ২৫ মিনিট করা হয়েছে। এতে আবার দর্শকরা তার সমালোচনা শুরু করেছে। তারা মনে করছে, বিরতির সময় বাড়ানোয় খেলার আকর্ষণ কমে যাবে।

Link copied!