• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

পাঁচ কিমি রোড রেসে চেবেতের বিশ্ব রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪, ০৫:৪২ পিএম
পাঁচ কিমি রোড রেসে চেবেতের বিশ্ব রেকর্ড
বিট্রিস চেবেত। ছবি: সংগৃহীত

কেনিয়ার বিট্রিস চেবেত বার্সেলোনায় কার্সা দেল নাসোস রোড রেসে মহিলাদের ৫ কিলোমিটার দৌড়ে সোনা জিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন।

২৩ বছর বয়সী চেবেত ১৪ মিনিট ১৩ সেকেন্ড সময় নিয়ে ইথিওপিয়ার সেনবেরে তেফেরিকে পরাজিত করেন। তিনি তেফেরির চেয়ে ১৬ সেকেন্ড আগে লাইন অতিক্রম করেন।

২০২১ সালে কার্সা দেল নাসোসে ইথিওপিয়ার ইজগায়েহু মিশ্র রেসে যে বিশ্ব রেকর্ড গড়েছিলেন চেবেত সেটাও ভেঙে ফেলেন ছয় সেকেন্ডের ব্যবধানে। ২৩ বছর বয়সী টেই মিশ্র রেসে দ্বিতীয় এবং কেনিয়ার ২৬ বছর বয়সী লিলিয়ান রেনগারুক তৃতীয় হন।

এই জয় পেয়ে চেবেত একটি সফল বছর শেষ করলেন। তিনি অক্টোবরে রিগায় উদ্বোধনী বিশ্ব ৫ কিমি শিরোপা জেতেন। তার আগে ফেব্রুয়ারিতে বিশ্ব ক্রস-কান্ট্রি শিরোপাও লাভ করেন। তিনি আগস্টে বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫,০০০ মিটারেও ব্রোঞ্জ জিতেছিলেন। 

পুরুষদের রেসে সোনা জিতেছেন দক্ষিণ সুদানের ২৫ বছর বয়সী ডমিনিক লোবালু।
 

Link copied!