ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ শুরুটা করেছিল দুর্দান্ত। তবে নিজেদের পরের দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে টাইগাররা। তাদের এবারের বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে পরের ম্যাচগুলোতে ঘুড়ে দাঁড়াতে হবে। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানের দল ৮ উইকেটে হেরেছে। এই ম্যাচ হারের পর টাইগার পেসার মুস্তাফিজুর রহমান বিশ্বাস করছেন বিশ্বকাপের বাকি ৬ ম্যাচ টানা জেতা তাদের জন্য অসম্ভব কিছু না।
বিশ্বকাপের প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। সামনেও কঠিন প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এখন বাংলাদেশের অবস্থান কোথায়? মুস্তাফিজ উত্তরে বলেন, “কোনো কিছুই অসম্ভব না। আমরা তো ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।”
দলের ভেতর কী আলাপ হচ্ছে, শুরুতেই এই পেসারের কাছে জানতে চাওয়া হয়। ফিজ বলেন, “আমরা ভালো করার উপায় খুঁজছি। নিজেরা কথাবার্তা বলছিলাম কী করলে ভালো কিছু হবে।”
নিউজিল্যান্ডের বিপক্ষে কেবল ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। কিউইরা ওই রান তাড়া করতে গিয়ে ৪৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। বোলাররা শুরুটা ভালো করলেও নিতে পারেন কেবল দুই উইকেট। কাটার মাস্টারের মতে আরও ৩০ রান থাকলে ভালো হতো তাদের জন্য।
ফিজ বলেন, “আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো তাহলে আরও সুযোগ থাকতো। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলতো। অন্তত ২৮০ এর মতো হলে ভালো কিছু হতো।”
ক্যাচ মিস নিয়ে মুস্তাফিজ বলেন, “যেটা উইকেট হয়নি, সেটা তো দুর্ভাগ্য বলে লাভ নাই। উইকেট ওরকম ছিল যারা ভালো জায়গায় বোলিং করেছে, তারা সফল হয়েছে।”