• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

জামালদের ৬০ লাখ টাকা পুরস্কার দেবে বাফুফে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ০৯:৫৮ পিএম
জামালদের ৬০ লাখ টাকা পুরস্কার দেবে বাফুফে
ছবি: সংগৃহীত

মালদ্বীপকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ প্রাক বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে বাংলাদেশ ফুটবল দল। এমন পারফরম্যান্সের কারণে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছ থেকে সুসংবাদ পেল জামাল ভূঁইয়ারা। তাইতো জামালদের ৬০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাফুফে। শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশ ফুটবল দলকে পুরস্কৃত করার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।

১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় বাঁচা-মরার ম্যাচে র‌্যাঙ্কিংয়ে ৩৪ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় বাংলাদেশ। এর আগে প্রথম লেগে মালদ্বীপে গিয়ে ১-১ গোলে ড্র নিয়ে দেশে ফিরেছিল জামাল বাহিনীরা। ঘরের মাঠে দ্বিতীয় লেগে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের। সেটাও হয়েছে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা।

তাদের এমন অর্জনকে স্বীকৃতি জানাতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাফুফে বস কাজী সালাহউদ্দিন। পুরো দলের হাতে তুলে দিবেন ৬০ লাখ টাকা। তবে কে কত টাকা পাবেন, সেটি উল্লেখ করেননি তিনি।

এদিকে দ্বিতীয় রাউন্ডে গ্রুপে তিন দলের বিপক্ষে মোট ছয় ম্যাচ খেলবে বাংলাদেশ। চলতি বছরের নভেম্বর মাসে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। ১৬ নভেম্বর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। জামাল, বিশ্বনাথ ঘোষদের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিপক্ষে ঘরের মাঠে ২১ নভেম্বর।

তৃতীয় ম্যাচও ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। ২০২৪ সালের ২১ মার্চ জামালদের প্রতিপক্ষ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। ২৬ মার্চ অ্যাওয়ে ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। এরপর ৬ জুন ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। শেষ ম্যাচে ১১ জুন লেবাননের ঘরের মাঠে খেলতে যাবে বাংলাদেশ। এই পর্ব পার করতে পারলে তৃতীয় রাউন্ডে পা রাখবে জামালরা।

Link copied!