• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
এশিয়া কাপ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৩:২৪ পিএম
টস জিতে ফিল্ডিংয়ে  বাংলাদেশ
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টস। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। সাকিবদের সুপার ফোরের এটা দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল টাইগাররা। এশিয়া কাপে টিকে থাকতে হলে বাংলাদেশের জন্য এটা ডু অর ডাই ম্যাচ। টাইগাররা এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। এই ম্যাচে আফিফ হোসাইনেরর পরিবর্তে স্পিনার নাসুম আহম্মেদকে দেখা যাবে। সুপার ফোরে লঙ্কানদের এটাই প্রথম ম্যাচ সুপার ফোরের। এই ম্যাচে শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

বাংলাাদেশের একাদশ :
সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ :
দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দিমুথ ওয়াললেলাগে, মহেশ থেকশান, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

Link copied!