ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সোমবার (২ অক্টোবর) গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর আড়ই টায়। টাইগার দলের নেতৃত্বের দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরি থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে শান্ত মাঠে না নামলেও ইংলিশদের বিপক্ষে অধিনায়কের আর্মব্যান্ড নিয়ে মাঠে ফিরেছেন তিনি।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটের কারণে এই ম্যাচেও থাকছেন না। দুই দলেরই এটি এবারের ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশ (ব্যাটিং একাদশ, ফিল্ডিং একাদশ):
তানজিদ হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড (ব্যাটিং একাদশ, ফিল্ডিং একাদশ):
ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকস, স্যাম কারান, ডেভিড উইলি, আদিল রশিদ, রিস টপলে, মার্ক উড, গাস অ্যাটকিনসন।