• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৫:৪৭ পিএম
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা
ছবি: সংগৃহীত

দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশের মেয়েরা। সাম্প্রতিক তার ঘরের মাঠে হারিয়েছে পাকিস্তানকে। এশিয়ান গেমসে জিতেছে ব্রোঞ্চ। তার আগে হারিয়েছে ভারতকে। তবে, এবার তাদের মিশন দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে দারুণ খেলা টাইগ্রেসরা আথিতিয়েতা নিবে প্রোটিয়া মেয়েদের। সেই সফরের জন্য মঙ্গলবার (১৪ নভেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে। ঘোষিত দলে নেয়া হয়েছে শরীফা খাতুন ও লতা মন্ডলকে। স্কোয়াড থেকে বাইরে রাখা হয়েছে সানজিদা আক্তার মেঘলা ও নিশীতা আক্তার নিশিকে।

জানা যায়, ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী দল। সেই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। আর ওয়ানডে দিয়ে সেটি শেষ হবে। ৩ ডিসেম্বর বেনোনিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ৬ ও ৮ ডিসেম্বর কিম্বার্লিতে হবে বাকি দুই টি-টোয়েন্টি। এরপর ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ তিনটি হবে যথাক্রমে পচেফস্ট্রুম, ইস্ট লন্ডন ও বেনোনিতে। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।

উল্লেখ্য, চ্যাম্পিয়নশিপের সেরা ছয়টি দল খেলবে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। ৯ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড রয়েছে বাংলাদেশের ওপরে।

বাংলাদেশ দল 
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, রিতু মণি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।
স্ট্যান্ডবাই 
শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশীতা আক্তার নিশি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!