সিলেট টেস্ট

নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩, ১২:৪৭ পিএম
নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সাদা পোশাকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন নাজমুল হোসেন শান্ত

সিলেট টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৩৩৮ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এতে টেস্টটি জয়ের জন্য ৩৩২ রানের লক্ষ্য পেল নিউজিল্যান্ড।

৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছি বাংলাদেশ। উইকেটে ছিলেন আগের দিন সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত (১০৪*) ও মুশফিকুর রহিম (৪৩*)। চতুর্থদিন আর ১ রান যোগ করে টিম সাউদির শিকার হয়ে মাঠ ছাড়েন শান্ত (১০৫)। তার ১৯৮ বলের ইনিংসে ছিল ১০টি চারের মার।

এরপর মুশফিক ও মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরিতে ভর দিয়ে তিনশোর্ধ স্কোর পায় বাংলাদেশ। মুশফিক ৬৭ ও মিরাজ অপরাজিত ছিলেন ৫০* রানে। এছাড়া মুমিনুল হক করেন ৪০ রান।

কিউইদের হয়ে ৪ উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল। ইশ সোধি ২টি এবং একটি করে উইকেট নিয়েছেন সাউদি ও গ্লেন ফিলিপ্স।

Link copied!