সিলেট টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৩৩৮ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এতে টেস্টটি জয়ের জন্য ৩৩২ রানের লক্ষ্য পেল নিউজিল্যান্ড।
৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছি বাংলাদেশ। উইকেটে ছিলেন আগের দিন সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত (১০৪*) ও মুশফিকুর রহিম (৪৩*)। চতুর্থদিন আর ১ রান যোগ করে টিম সাউদির শিকার হয়ে মাঠ ছাড়েন শান্ত (১০৫)। তার ১৯৮ বলের ইনিংসে ছিল ১০টি চারের মার।
এরপর মুশফিক ও মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরিতে ভর দিয়ে তিনশোর্ধ স্কোর পায় বাংলাদেশ। মুশফিক ৬৭ ও মিরাজ অপরাজিত ছিলেন ৫০* রানে। এছাড়া মুমিনুল হক করেন ৪০ রান।
কিউইদের হয়ে ৪ উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল। ইশ সোধি ২টি এবং একটি করে উইকেট নিয়েছেন সাউদি ও গ্লেন ফিলিপ্স।