শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।নির্ধারিত ওভারে বাংলাদেশ সবকয়টি উইকেট হারিয়ে তোলে ২২৩ রান। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৫ উইকেট ও ১১২ বল বাহি থাকতে ম্যাচ জিতে যায়।
আগে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৫৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে ৩২ রান করে পারভেজ ইমন বিদায় নিলে। আরেজ ওপেনার প্রীতম কুমার করেন ৩৫ রান। তবে তিন নম্বরে নেমে দলের ভালো শুরুটা ধরে রাখতে ব্যর্থ হপন প্রান্তিক নওরোজ নাবিল।
বাকিরা ব্যর্থ হলেও মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেন শাহাদাত হোসেন দীপু। ৭৫ বলে ৭৯ রান করেন তিনি। কিন্তু বাকিদের ব্যর্থতায় ২২৩ রানেই থামে টাইগারদের ইনিংস।
অবশ্য ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় বলেই সোহান ডি লিভারা রিপন মণ্ডলের বলে এলবিডব্লু হয়ে যান। লঙ্কানরা সেই ধাক্কা কাটিয়ে ওঠে পবন রাথানায়েকের ব্যাটিংয়ে। ৮১ রানের সেই জুটিও ভাঙেন রিপন। আউট হওয়ার আগে শেনন ড্যানিয়েল করেন ২৮ রান।
এরপরেই বাংলাদেশি বোলারদের আর সুযোগ দেননি লঙ্কান ব্যাটাররা। সহজেই রান আসতে থাকে। রাথানায়েকের ৮৫ রানের ইনিংসে ভর করে ১১২ বল হাতে রেখেই জিতে যায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে সেরা বোলার রিপন মণ্ডল। ৪৩ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি।