• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
এশিয়া কাপ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০৪:৩৯ পিএম
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
উইকেট পাবার পর উচ্ছ্বসিত শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত

পাল্লেকেল্লেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাচে ১১ ওভার শেষ হওয়ার আগেই টাইগাররা হারিয়ে বসেছে তাদের তিন ব্যাটসম্যানকে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান।

টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে শুরুটা করেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম ও নাঈম শেখ। তবে অভিষেকটা রাঙাতে পারলেন না তামিম। নামের পাশে কোনো রান যোগ করার আগেই মহীশ তিকশানার বলে এল বি ডাব্লিই হয়ে ফিরেন তিনি। তামিম যখন আউট হন বাংলাদেশের রান তখন ৪।

আউট হয়ে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

এরপর নাজমুল শান্তর সঙ্গে দেখে শুনে ব্যাট করতে থাকেন নাঈম শেখ। তবে আবারও ব্যাট হাতে ব্যর্থ  নাঈম। ব্যক্তিগত ১৬ রানে বিদায় নেন তিনি। ধনাঞ্জয়া ডি সিলভাকে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে বড় শট খেলতে গিয়েছিলেন নাঈম, তবে নিয়ন্ত্রণ ছিল না কোনোই। আউটসাইড-এজে ক্যাচ গেছে শর্ট থার্ডম্যানে। অষ্টম ওভারে বাংলাদেশ হারিয়েছে দ্বিতীয় উইকেট। দলীয় রান তখন ২৫।

বেশিদুর যেতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসানও।  মাতিশা পাতিরানার অফ স্টাম্পের বাইরের বাড়তি বাউন্সের বলে কাট করতে চেয়েছিলেন সাকিব। তবে শট খেলে ফেলেন আগেভাগেই। আউটসাইড-এজ যায় উইকেটের পেছনে, কুশল মেন্ডিস লুফে নেন দারুণ একটা ক্যাচ। ৫ রান করে সাকিব যখন বিদায় নেন তখন দলীয় রান ৩৬।

Link copied!