• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইরানকে হারাল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০৮:০৫ পিএম
ইরানকে হারাল বাংলাদেশ

পঞ্চম হয়ে বিশ্বকাপ বাছাই ‌‘ফাইভ এ সাইড’ এশিয়া হকি টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। ওমানে তারা ইরানকে হারায় ৭-৬ গোলে।

সালালায় ম্যাচের শুরুতেই আলম সাইফুলের ফিল্ড গোল থেকে এগিয়ে যায় বাংলাদেশ। ৮ মিনিটে সমতায় ফেরে ইরান। ফিল্ড গোল করেন আমির মাহাদি। বাংলাদেশ এরপর আরও তিনবার ম্যাচে লীড নিলেও তিনবারিই ইরান সমতা আনে। স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। এরপর বাংলাদেশ দুই গোল করে ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। ইরান আরেক গোল করে আবার ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ২৭ মিনিটে সারওয়ার আরেকটি গোল করলে স্কোরলাইনের ব্যবধান বেড়ে ৭-৫ হয়। ২৯ মিনিটে ইরান গোল করলে আবার ম্যাচের উত্তেজনা বেড়ে যায়। শেষ পর্যন্ত ৭-৬ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের সাত গোলের মধ্যে সারওয়ার তিনটি, সাইফুল আলম, দীন মোহাম্মদ, আবেদ উদ্দিন ও মোহাম্মদ হোসেন একটি করে গোল করেন। ফাইভ এ সাইড হকিতে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় দল অংশগ্রহণ করেছিল। নারী দল অস্টম এবং পুরুষ পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। এই সংস্করণের হকিতে নারী ও পুরুষ উভয় সিনিয়র দলের অংশগ্রহণ এবারই প্রথম। 

Link copied!