• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বাবরের সিংহাসন কেড়ে নিল গিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০৪:৫৮ পিএম
বাবরের সিংহাসন কেড়ে নিল গিল
বাবর আজম ও শুবমান গিল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মাঝে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারল ভারতীয় ওপেনার শুবমান গিলের কাছে। সাম্প্রতিক সময়ে বাবর ব্যাটিংয়ে খুব একটা ছন্দে নেই আর অন্যদিকে ব্যাট হাতে উড়ছেন গিল। যার কারণে বিশ্বকাপের শুরুর আগেই পাকিস্তান অধিনায়কের যে সিংহাসন গিল দখল করে নিবেন সেটা অনুমেয় ছিল। অবশেষে বাবরকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান থেকে নামিয়ে র‌্যাঙ্কিংয়ের চূড়াই উঠেছেন শুবমান।

বুধবার (৮ নভেম্বর) আইসিসির সাপ্তাহিক হালনাগাদে বাবরকে র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে নামিয়ে দিয়েছেন গিল। র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থেকে ৮৩০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসেন এই ভারতীয় ওপেনার। গিলের থেকে ৬ পয়েন্ট কম নিয়ে একধাপ নিচে নেমে গেছেন পাকিস্তান অধিনায়ক। তবে ৮২৪ পয়েন্ট নিয়ে গিলের ঘাড়েই নিশ্বাস ফেলছেন বাবর।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং 

সেরা দশে থাকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলি এবং দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক সব থেকে বেশি উন্নতি করেছেন। এই দুই ব্যাটার সেরা দশ থেকে উঠে এসে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন। তাদের এত বড় লাফের কারণ তারা বিশ্বকাপে সেরা ছন্দে রয়েছেন। ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির মালিক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে স্পর্শ করেছেন বিরাট কোহলি।

রেকর্ড গড়া সেঞ্চুরির মাধ্যমে তিনি ৭৭০ পয়েন্ট নিয়ে ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৪র্থ স্থানে উঠে এসেছেন। আর কিং কোহিলর থেকে ১ পয়েন্ট বেশি নিয়ে ৩য় স্থানে আছেন ডি কক। ৫ নাম্বারে আছেন ৭৪৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। আর ধারাবাহিক পারফর্মের সুবাদে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

আফগানিস্তানের ইতিহাসে প্রথম বিশ্বকাপ সেঞ্চুরির পর ইব্রাহিম জাদরানের র‍্যাঙ্কিংয়েও এসেছে উন্নতি। তিনি ৭ ধাপ এগিয়ে ৬৯২ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ১২তম স্থানে। বাংলাদেশের মধ্যে মুশফিকুর রহিম সবার উপরে আছেন। তার ব্যাটিং র‌্যাঙ্কিং ৩১তম।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ সিরাজ। সেরা পাঁচে আছেন তিন স্পিনার। অলরাউন্ড র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তার পরে আফগানিস্তানের মোহম্মাদ নবিও তার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!