• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০২:১২ পিএম
টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে শনিবার (৪ নভেম্বর) ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

ইংলিশদের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শকে দেখা যাবে না এটা আগেই জানিয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই ম্যাচের আগে গলফ খেলতে গিয়ে আঘাত পাওয়ার কারণে একাদশের বাইরে আছেন ম্যাক্সওয়েল। আর মার্শ পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন। এই দুই ক্রিকেটারের পরিবর্তে অজি একাদশে জায়গা পেয়েছেন মার্কাস স্টইনিস ও ক্যামেরন গ্রিন।

অন্যদিকে ইংল্যান্ড ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছেন বাটলাররা।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, মার্কাস স্টইনিস, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।

Link copied!