• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ম্যাক্সওয়েল তাণ্ডবে সেমিফাইনালে অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ১২:১০ এএম
ম্যাক্সওয়েল তাণ্ডবে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

৯১ রানে নেই ৭ উইকেট নেই, সে অবস্থাতে ম্যাচ কিভাবে বের করতে হয় তা দেখল ক্রিকেটবিশ্ব। এবারের আইসিসি বিশ্বকাপের আসরে মঙ্গলবার (৭ নভেম্বর) আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচে অবিশ্বাস্য এক জয় পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আফগানিস্তানের দেয়া ২৯২ রান তাড়ায় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া। এমন ধ্বংসস্তূপ থেকে একাই টেনে তুললেন অজিদের। চোট নিয়ে খেললেন ক্যারিয়ার সেরা ২০১ রানের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে জেতালেন ৩ উইকেটে। এতে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

এর আগে মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তুলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেছেন ইব্রাহিম জাদরান। অজিদের হয়ে ৩৯ রানে ২ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড। জবাবে ৭ উইকেট হারিয়ে ৪৬ ওভার ৫ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

খেলা বিভাগের আরো খবর

Link copied!