• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবর্তন হচ্ছে না এশিয়া কাপের ভেন্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৮:৫৮ পিএম
পরিবর্তন হচ্ছে না এশিয়া কাপের ভেন্যু
ছবি: সংগৃহীত

লঙ্কায় এশিয়া কাপের ম্যাচে চলছে বৃষ্টির রাজত্ব। বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচ। এছাড়াও নেপালের বিপক্ষে ভারতের ম্যাচে কাটা হয় ওভার। শঙ্কা আছে বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে সুপার ফোরের ম্যাচও। তাই ভেন্যু পরিবর্তনের কথা উঠেছিল। তবে সেটা আর হচ্ছে না।

পাল্লেকেলেতে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি ভেসে যায় বৃষ্টির কারণে। এই সময়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতেও হয় টানা বৃষ্টি, আগামী কয়েকদিনও কলম্বোতে আছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরে সুপার ফোরের প্রথম ম্যাচের পর এশিয়া কাপের বাকি অংশ হবে কলম্বোতে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় এশিয়া কাপের শেষ পাঁচটি ম্যাচ কলম্বো থেকে হাম্বানটোটায় নিয়ে যাওয়ার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল এসিসি। সে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পিসিবিকে জানিয়েই। মূলত বৈরী আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত।

কিন্তু এসিসি সভাপতি জয় শাহ’র সিদ্ধান্তে এশিয়া কাপের বাকি অংশ থাকছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই।

অন্যদিকে ভেন্যু নিয়ে এসিসির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও খুশি নয় পিসিবি। প্রাথমিকভাবে এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তানই। রাজনৈতিক কারণে সে দেশে ভারত খেলতে না যাওয়ায় ৯টি ম্যাচ সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কায়। তবে পিসিবি মনে করছে, টুর্নামেন্টের সূচির ব্যাপারে এসিসি এককভাবেই সিদ্ধান্ত নিচ্ছে। এমনিতে এসিসির সভাপতি ভারতের ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

এদিকে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, কলম্বো নিশ্চিতভাবেই ম্যাচগুলো আয়োজন করবে। হাম্বানটোটায় ম্যাচ সরিয়ে নেওয়ার ব্যাপারটি আলোচনার পর্যায়েই ছিল বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে নাকি কাউকে কিছু নিশ্চিতও করা হয়নি। ডি সিলভা বলেছেন, “অনেক সমর্থক কলম্বোতে ম্যাচ দেখার ব্যবস্থা করে ফেলেছেন। আর গত কয়েক দিনে কলম্বোতে আগের মতো বেশি বৃষ্টিও হয়নি।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!