• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

মুখোমুখি লড়াইয়ে সমতায় আর্জেন্টিনা ও পোল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০৯:৫২ পিএম
মুখোমুখি লড়াইয়ে সমতায় আর্জেন্টিনা ও পোল্যান্ড
ছবিঃ সংগ্রহীত

আর মাত্র কয়েক ঘণ্টা পর চলতি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। নকআউট পর্বে উঠতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লিওনেল মেসির দলের জন্য।

ফুটবল বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। যেখানে দুই দলের সমান একটি করে জয় রয়েছে।

সর্বপ্রথম ১৯৭৪ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে লাতিন আমেরিকার দলটিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছিল পোল্যান্ড।

চার বছর পর ১৯৭৮ সালে ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে আগের বারের হারের দারুণ প্রতিশোধ নিয়েছিল আর্জেন্টিনা। নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের পথে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা।

সবমিলিয়ে পোল্যান্ডের বিপক্ষে ১১বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। যেখানে অবশ্য ছয় জয় নিয়ে এগিয়ে আছে লিওনেল মেসির দল। বাকি পাঁচ ম্যাচের তিন ম্যাচে জিতেছে পোল্যান্ড ও দুই ম্যাচ হয়েছে ড্র।

Link copied!