• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

দ. আফ্রিকাকে শোচনীয়ভাবে হারিয়ে আয়ারল্যান্ডের চমক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৬:৩৯ এএম
দ. আফ্রিকাকে শোচনীয়ভাবে হারিয়ে আয়ারল্যান্ডের চমক
ম্যাচসেরা পল স্টার্লিং। ছবি: সংগৃহীত

শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আয়ারল্যান্ড। এটা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ওয়ানডে জয়। 

সোমবার রাতে আবুধাবিতে  অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের তৃতীয়  ম্যাচে ৬৯ রানে জিতেছে আইরিশরা। ম্যাচে আয়ারল্যান্ডের ৬ উইকেটে ২৭৪ রানের জবাবে ইংল্যান্ড দল ২১৫ রানে অলআউট হয়ে যায়। 

বিজয়ী দলের পল স্টার্লিং ৮৮ ও  হ্যারি টেক্টর ৬০ রান করেন। স্টার্লিং ম্যাচসেরা নির্বাচিত হন। দক্ষিণ আফ্রিকা অবশ্য প্রথম দুটি ম্যাচে ১৩৯ ও ১৭৪ রানে জয়ী হয়ে আগেই সিরিজ নিশ্চিত করে। 

দুদলের টি-টোয়েন্টি সিরিজ ১-১ ম্যাচের ব্যবধানে ড্র হয়।

Link copied!