• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

৬০০-র চূড়া থেকে ৬ উইকেট দূরত্বে সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ১২:১৬ পিএম
৬০০-র চূড়া থেকে ৬ উইকেট দূরত্বে সাকিব

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজের দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান।

নিউজিল্যান্ডের বিপক্ষে বরাবরই উজ্জ্বল সাকিব। কিউইদের বিপক্ষে ৩৬ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৩৮.৭৮ গড়ে করেছেন ১৪৭৪ রান। বল হাতে নিয়েছেন ৬৫টি উইকেট।

প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত এক রেকর্ড ডাকছে বিশ্বসেরা এই অল রাউন্ডারকে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ১২ হাজার ২৫১ রান ও ৫৯৪ উইকেট নিয়েছেন সাকিব। আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজে আর ৬ উইকেট নিতে পারলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট পূরণ হবে তার।

শুধু তাই নয়, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে একইসঙ্গে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের রেকর্ড গড়বেন তিনি। পাশাপাশি ৬ উইকেট নিতে পারলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন সাকিব। বর্তমানে ১০৭ উইকেট নিয়ে সবার ওপরে লাসিথ মালিঙ্গা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি

লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) - ৮৩ ইনিংসে ১০৭ উইকেট
সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৮৩ ইনিংসে ১০২ উইকেট
টিম সাউদি (নিউজিল্যান্ড) - ৮১ ইনিংসে ৯৯ উইকেট
শহিদ আফ্রিদি (পাকিস্তান) - ৯৭ ইনিংসে ৯৮ উইকেট
রশিদ খান (আফগানিস্তান) - ৫১ ইনিংসে ৯৫ উইকেট

Link copied!