• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

সাকিবই ঘুরিয়ে দেন ম্যাচের মোড়


ফারজানা ববি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০১:২৭ পিএম
সাকিবই ঘুরিয়ে দেন ম্যাচের মোড়

হারলে বিদায়, জিতলে টুর্নামেন্টে টিকে থাকার আশা—এমন কঠিন সমীকরণেই মঙ্গলবার ওমানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। ওমানের আগ্রাসী ব্যাটিং পরাজয়ের আশঙ্কা সৃষ্টি করলেও সাকিব আল হাসানই হাজির হন উদ্ধারকর্তার ভূমিকায়।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৫৩ রান তাড়া করতে নেমে বেশ সাবধানে পা ফেলছিলেন ওমানের ব্যাটসম্যানরা। যখন যেভাবে ব্যাট চালানো দরকার, সেভাবেই রানের গতি সচল রাখছিল। ওপেনার জতিন্দর সিং বাংলাদেশের পরাজয়কে ত্বরান্বিত করছিলেন। তাকে থামানোটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। দায়িত্বটা তুলে নেন সাকিবই। ১২তম ওভারের শেষ বল জতিন্দর তুলে দেন সোজা লিটন দাসের হাতে। উইকেটটি তুলে নেন সাকিব। ৩৩ বলে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে মূল্যবান ৪০ রান। মূলত ওমানের পরাজয় মোটামুটি নিশ্চিত হয়ে যায় জতিন্দরের উইকেটটি খুইয়ে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ওমান অধিনায়কও মেনে নেন সাকিবই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। ওমান অধিনায়ক জিশান মাকসুদ বলেন, ‘জতিন্দরের উইকেট সবকিছু পরিবর্তন করে দেয়। সে সাকিবসহ বাকি বোলারদের বিপক্ষে রান পাচ্ছিল। একটি খারাপ শট ফিল্ডারের হাতে চলে যায়। তবে ক্রিকেটে এসব হয়েই থাকে। এসব বিষয়ে খেলোয়াড়কে কিছু বলা যায় না। কারণ, তারা নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করেন।’

Link copied!