• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

রোহিতকে আউট করার টোটকা দিয়েছিলেন রমিজ রাজা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৮:১৩ পিএম
রোহিতকে আউট করার টোটকা দিয়েছিলেন রমিজ রাজা 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। প্রথম ম্যাচেই ভারতকে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। এই ম্যাচের শুরুতেই ভারতের টপ অর্ডারকে তুলে নেন শাহিন আফ্রিদি। সেদিন দুর্দান্ত এক ডেলিভারিতে হার্ড হিটার ব্যাটার রোহিত শর্মাকে আউট করেছেন শাহীন আফ্রিদি। আর রোহিতকে কিভাবে আউট করতে হবে সে টোটকা দিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান পিসিবি প্রধান রমিজ রাজা। 

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা বলেন, 'বিশ্বকাপে যাওয়ার আগে বাবর আজমের সঙ্গে আমার দেখা হয়েছিল এবং আমি তাকে জিজ্ঞেস করেছিলাম টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কী পরিকল্পনা আছে?’

রামিজ রাজার প্রশ্নের উত্তরে বাবর আজম বলেছিলেন, ‘আমার কিছু কৌশল আছে পাশাপাশি ক্রিকভিজের কিছু বিশ্লেষণও কাজে আসবে।’

তখন রামিজ রাজা বাবর আজমকে বলেন, ‘আমি বুঝতে পারি, তবে ভারতেরও এমন কৌশল থাকবে, যাতে তারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা সাজাবে।’

তারপর আমি তাকে রোহিত শর্মার উইকেট নেওয়ার পরিকল্পনার কথায় বলেছিলাম, ‘আমি তোমাকে বলব কীভাবে রোহিত শর্মাকে তাড়াতাড়ি আউট করা যায়। শাহিন আফ্রিদি বোলিং করছেন দেড়শর বেশি গতিতে। তার জন্য শর্ট লেগ নিতে, ফলে একটি রানও নিতে পারবে না রোহিত। শুধু ১০০ মাইল গতিতে ইনসুইং ইয়র্কার বোলিং কর এবং তাকে সিঙ্গেল না দিয়ে স্ট্রাইকে রাখ। এভাবে তুমি তাকে আউট করবে।’

Link copied!