• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

রুবেল ও শামিম কেন জিম্বাবুয়ে যেতে পারেনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৫:৪২ পিএম
রুবেল ও শামিম কেন জিম্বাবুয়ে যেতে পারেনি

টাইগারদের ওয়ানডে দলের সদস্য বোলার রুবেল হোসেন ও টি-টুয়েন্টি দলের সদস্য শামিম হাসান পাটোয়ারি ভিসা জটিলতার কারণে জিম্বাবুয়ে যেতে পারেনি। জানা গেছে জটিলতা কাটলে একসঙ্গে দেশ ছাড়বেন এ দুই ক্রিকেটর।

দেশটির রাজধানী হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যে একমাত্র টেস্ট চলছে। ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের খেলোয়াড়দের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ওয়ানডে দলের নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মিঠুন দেশ ছাড়লেও দলের সঙ্গে যেতে পারেননি পেসার রুবেল হোসেন।

টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটাররা শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা করেন। তবে আমিনুল ইসলাম বিপ্লব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও সৌম্য সরকার জিম্বাবুয়ের পথে রওয়ানা হলেও যেতে পারেননি প্রথমবারের মত জাতীয় দলে ডাক পাওয়া শামিম।

রুবেল ও শামিম এখন নিজেদের বাসায় অবস্থান করছেন। ভিসার জটিলতা কাটার পরেই দেশ ছাড়বেন তারা।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩,২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। 

Link copied!