• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

ব্যালন ডি’অরের শক্তিশালী দাবিদার বেনজেমা : মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২২, ০৯:২১ এএম
ব্যালন ডি’অরের শক্তিশালী দাবিদার বেনজেমা : মেসি

রিয়াল মাদ্রিদে ১৩ বছরের ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন করিম বেনজেমা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি অ্যাসিস্টসহ ৪৪ গোল করেছেন তিনি। দলকে পাইয়ে দিয়েছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতে, কোনো সন্দেহ ছাড়াই এবার এই পুরস্কারের যোগ্য দাবিদার বেনজেমা।

৩৪ বছর বয়সী বেনজেমা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—এই দুই প্রতিযোগিতায় স্কোরিং চার্টের শীর্ষে ছিলেন। রিয়ালকে পরবর্তী ধাপে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে নক আউট পর্বে প্যারিস-সেইন্ট-জার্মেই (পিএসজি) এবং চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করেছেন।

সোমবার (৩০ মে) আর্জেন্টাইন টেলিভিশনে এক সাক্ষাৎকারে অংশ নেন মেসি। পিএসজি ফরোয়ার্ডের সঙ্গে আলাপচারিতায় নানান প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে ব্যালন ডি’অরের প্রসঙ্গও।

মেসি বলেন, “কোনো সন্দেহ নেই, বেনজেমার একটি দুর্দান্ত বছর ছিল এবং চ্যাম্পিয়নস লিগও জয় করেছেন। লিগে ১৬ রাউন্ডের পর থেকে সব ম্যাচেই তিনি দুর্দান্ত ছিলেন। আমি মনে করি এ বছর তার ব্যালন ডি’অর জয় নিয়ে সন্দেহের অবকাশ নেই।”

Link copied!